রংপুরে প্রান্তিক কৃষকের ধান কাটা ও মাড়াই করে দিচ্ছে যুবলীগ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ২১:১৪
রংপুরে প্রান্তিক কৃষকের ধান কাটা ও মাড়াই করে দিচ্ছে যুবলীগ
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রবিবার (৩০ এপ্রিল) দুপুরে রংপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের ডাঙ্গিরপাড়া গ্রামের দোলা এলাকায় কৃষকের ধান কাটা ও মাড়াই কার্যক্রম শুরু করেন।


বর্গাচাষী জয়নাল আবেদীনের ৩৬ শতক জমির বোরো ধান কেটে তা স্থানীয় মাদ্রাসা মাঠে মাড়াই করে দেন যুবলীগ নেতাকর্মীরা।


এই কার্যক্রমে খুশি বোরো চাষিরা। বর্গাচাষী জয়নাল আবেদীন বিবার্তাকে জানান, স্থানীয় একজনের জমি বর্গা নিয়ে আমি বোরো লাগিয়েছিলাম। যুবলীগের ছেলেরা এসে আমার জমির ধান কাটা ও মাড়াই করে দিয়েছে। এতে আমি খুব খুশি। কারণ আমার হাতে টাকা নেই। শ্রমিকও পাওয়া যাচ্ছে না। শ্রমিকের মজুরীরও বেশি। তাই যুবলীগের এই কাজে আমার অনেক উপকার হয়েছে। তারা যদি এভাবে প্রান্তিক চাষীদের ধান কাটা ও মাড়াই করে দেয়, তাহলে কৃষকরা লাভবান হবেন।


সেখানে উপস্থিত আছিয়া নামের এক গৃহবধু বিবার্তাকে জানান, আমার ধান পেকেছে। টাকা না থাকায় কাটতে পারছি না। শুনলাম যুবলীগের ছেলেরা ধান কেটে দিচ্ছে। সেই জন্য তাদের কাছে এসেছি। তারা আমার ধান কেটে দিলে অনেক উপকার হবে।


রংপুর জেলা যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি বিবার্তাকে জানান, প্রধানমন্ত্রী এবং যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা বিনা পারিশ্রমিকে প্রান্তিক চাষীদের ধান কাটা মাড়াই শুরু করলাম। আমাদের এই কর্মসূচি চলবে। যখনই আমরা প্রান্তিক চাষীর খবর পাব, সেখানেই গিয়ে ধান কাটা-মাড়াই করে দিব। এটা আমাদের কোন লোক দেখানো কাজ নয়, প্রান্তিক কৃষকের পাশে দাঁড়াতে তাদের সহযোগিতা করে আমরা কৃষিকে এগিয়ে নিতে চাই। সেজন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরিমল চন্দ্র বিবার্তাকে জানান, যুবলীগের এই ধান কাটা-মাড়াই কার্যক্রমে আমরা তথ্য এবং মাড়াই উপকরণ দিয়ে সহযোগিতা করছি। এটি ভালো উদ্যোগ। তাদের সাথে কৃষি বিভাগ আছে।


বিবার্তা/সেলিম/রোমেল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com