পদ্মা সেতুতে মোটরসাইকেল: প্রায় অর্ধ কোটি টাকার টোল আদায়
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩, ২১:৪২
পদ্মা সেতুতে মোটরসাইকেল: প্রায় অর্ধ কোটি টাকার টোল আদায়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত পাঁচ দিনে ঈদযাত্রায় পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে টোল আদায় হয়েছে মোট ৪৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা। এসময় সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৩ হাজার ৫৬৬টি মোটরসাইকেল।


সোমবার ( ২৪ এপ্রিল) রাতে পদ্মা সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা গেছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) থেকে সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত এসব মোটরসাইকেল পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া টোল প্লাজা দিয়ে গত ২০ এপ্রিল ৬ হাজার ৭৫৬টি, ২১ এপ্রিল ৭ হাজার ৬৫৯টি, ২২ এপ্রিল ৫ হাজার ৫৭০টি, ২৩ এপ্রিল ৬ হাজার ৮টি এবং ২৪ এপ্রিল দুপুর ২টা পর্যন্ত ২ হাজার ৪২টিসহ মোট ২৮ হাজার ৩৫টি মোটরসাইকেল পদ্মা সেতু অতিক্রম করেছে।


এদিকে জাজিরা টোল প্লাজা হয়ে বৃহস্পতিবার (২০ এপ্রিল) ৮৬১টি, শুক্রবার (২১ এপ্রিল) ৯১৪টি, শনিবার (২২ এপ্রিল) ৪ হাজার ১৫টি রোববার (২৩ এপ্রিল) ৭ হাজার ৬৬৬টি, সোমবার (২৪ এপ্রিল) দুপুর ২টা পর্যন্ত ২ হাজার ৭৫টিসহ মোট ১৫ হাজার ৫৩১টি মোটরসাইকেল পদ্মা সেতু অতিক্রম করেছে।


পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমির হায়দার চৌধুরী জানান, সোমবার দুপুর ২টা পর্যন্ত এসব মোটরসাইকেল পদ্মা সেতুর দুটি টোল প্লাজা হয়ে সেতু অতিক্রম করেছে। তবে বিগত দু’দিনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩২ মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।


বিবার্তা/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com