মোংলায় আত্মসমর্পণকারী দস্যুরা পেল র‍্যাবের ঈদ উপহার
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ১৫:৩০
মোংলায় আত্মসমর্পণকারী দস্যুরা পেল র‍্যাবের ঈদ উপহার
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৮৪ জন জলদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-৮। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের পিকনিক কর্নার এলাকায় র‍্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান দস্যুদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।


সুন্দরবনের আত্মসমর্পণকারী ২৭টি বাহিনীর এই দস্যুদের দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো পোলাও চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবন, কিসমিস, জিরা, মসল্লা, পেয়াজ, আলু ও বাদাম।


এসময় লেঃ কর্নেল মাহমুদুল হাসান বলেন, '২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করার পর সেখানে এখন সু-বাতাস বইছে। অপহরণ -হত্যা এখন তিরোহিত। জেলেদের কষ্টার্জিত উপার্জনের ভাগও কাউকে দিতে হচ্ছে না। মাওয়ালী, বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদে রয়েছে। প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও র‍্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যু মুক্ত'।


বিবার্তা/জাহিদ/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com