বজ্রপাতের ৪০ মিনিট আগে পাওয়া যাবে সর্তকবার্তা: দুর্যোগ প্রতিমন্ত্রী
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ১৯:১২
বজ্রপাতের ৪০ মিনিট আগে পাওয়া যাবে সর্তকবার্তা: দুর্যোগ প্রতিমন্ত্রী
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বজ্রপাতে মৃত্যুর হার শূন্যে নামাতে প্রান্তিক পর্যায়ে তালগাছ লাগানো প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন না হওয়ায় নতুন প্রকল্প নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।


২২ মার্চ, বুধবার দুপুরে রংপুর মহানগরীর রর্বাটসনগঞ্জ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।


প্রতিমন্ত্রী বলেন, বজ্রপাতে মৃত্যু ঠেকাতে তালগাছ প্রকল্প ব্যর্থ। সেকারণে দেশের ১৫টি এলাকায় বজ্রপাত নিরোধক দন্ড স্থাপন করা হয়েছে। এছাড়াও মৃত্যুর হার শূন্যে নামাতে এক হাজার ৯০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।


তিনি বলেন, বৈশ্বিক মন্দার কারণে প্রকল্পটি এখনও একনেকে পাশ হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে হবে তা অনুমোদন হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বজ্রপাতের চল্লিশ মিনিট আগে সর্তকবার্তা পাওয়া যাবে।


পরে তিনি কলেজের অধ্যক্ষ হোসেন জাকিরের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এসময় তিনি তার ছেলেবেলার স্মৃতিচারণ করেন।


প্রসঙ্গত এই স্কুলে পড়ালেখা করেছেন ডা. এনামুর রহমান।


বিবার্তা/সেলিম/রোমেল/নয়ন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com