বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন
প্রকাশ : ২১ মার্চ ২০২৩, ২২:৫৯
বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে জিলাল খাঁ (৪২) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 


মঙ্গলবার (২১মার্চ) বিকেল ৩টায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ মো. রুহুল আমীন এ রায় প্রদান করেন।


জিলাল খাঁ জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা গ্রামের হামিদ খাঁর ছেলে।সে আপন বড় ভাই সালাউদ্দিন খাঁকে (৫০)  কুপিয়ে হত্যা করেছিলো। 


মামলা সূত্রে জানা যায়,গাছের আম পাড়াকে কেন্দ্র করে ২০১৪ সালের জুন মাসের ২ তারিখ ভোর ৬টার সময় বাড়ির রান্না ঘরের পেছনে জিলাল ধারালো দা দিয়ে বড় ভাই সালাউদ্দিনকে কোপ মারেন। এতে গুরুত্বর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে সালাউদ্দিনকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সে সময় নিহতের স্ত্রী জাহেদা বেগম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৪ এপ্রিল জিলাল গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন ।


আসামিপক্ষের আইনজীবী কে এ বারী বলেন, ‘মামলাটি খালাস পাওয়ার যোগ্য ছিল। এ আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। এ মামলায় আসামি খালাস পাবেন।’


রাজবাড়ী জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ বলেন, ‘আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে হত্যা করে ছোট ভাই। এ অভিযোগটি প্রমানিক হওয়ায় জিলালকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ রায়ে বাদীপক্ষ সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে সমাজ থেকে অন্যায় দূর হবে।


বিবার্তা/মিঠুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com