রংপুরে ৭ দফা দাবিতে স্মারকলিপি পেশ
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ২০:৫১
রংপুরে ৭ দফা দাবিতে স্মারকলিপি পেশ
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুর আলুর ন্যায্যমূল্যের দাবিতে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন কৃষক সংগ্রাম পরিষদ। একই সঙ্গে সাত দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটির নেতারা।


২০ মার্চ সোমবার বেলা ১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রেজাউল করিমের মাধ্যমে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।


স্মারকলিপিতে কৃষি ও কৃষক রক্ষায় আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ ৭ দফা বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।


কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, সরকারি উদ্যোগে হাট-বাজারে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ ৩৩% মূল্য সহায়তা দিয়ে আলু ক্রয়, জ্বালানি তেলসহ কৃষি উপকরণের দাম কমানো, কৃষকদের সহজ শর্তে বিনাসুদে ঋণ প্রদান, হিমাগার ভাড়া কমানো, সরকারি উদ্যোগে হিমাগার নির্মাণ, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও গ্রাম-শহরে রেশনিং ব্যবস্থা চালু করতে আমরা সরকারের মন্ত্রীকে স্মারকলিপির মাধ্যমে আহ্বান জানিয়েছে। আমরা চাই জনগণের স্বার্থে সরকারের পক্ষে থেকে দ্রুত এসব দাবি বাস্তবায়নে উদ্যোগ নেয়া হোক।


এ সময় উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম পরিষদের সদস্য সুভাষ রায়, শফিকুল ইসলাম, হোসেন আলী, সানজিদা আক্তার, সবুজ রায় প্রমুখ।



বিবার্তা/সেলিম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com