লামায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৪০ ভুমিহীন ও গৃহহীন পরিবার
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ২০:২৪
লামায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৪০ ভুমিহীন ও গৃহহীন পরিবার
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুজিব শতবর্ষ উপলক্ষে ভুমিহীন ও গৃহহীন ‘খ’ শ্রেণির পরিবার পুনর্বাসনের নিমিত্তে এবার বান্দরবান জেলার লামা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৪০টি পরিবার। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার সোমবার দুপুরে এক প্রেসব্রিফিং এ সাংবাদিকদের এসব তথ্য জানান।


তিনি বলেন, আগামী ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মুখে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলার ৪টি ইউনিয়নে ৪০টি ঘর প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘মুজিবশতবর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয় বলেও জানান নির্বাহী অফিসার মোস্তফা জাবেদ কায়সার।


ঘরগুলোর মধ্যে লামা সদর ইউনিয়নে রয়েছে সেমিপাকা ২টি ও মাচাংঘর ৮টি, রূপসীপাড়া ইউনিয়নে রয়েছে সেমিপাকা ৫টি ও মাচাংঘর ৫টি, ফাঁসিয়াখালী ইউনিয়নে রয়েছে সেমিপাকা ৭টি ও মাচাংঘর ২টি ও ফাইতং ইউনিয়নে রয়েছে সেমিপাকা ১১টি ঘর। প্রেসব্রিফিং এ নবাগত সহকারী কমিশনার (ভুমি) এসএম রাহাতুল ইসলাম, বিদায়ী সহকারী কমিশনার (ভুমি) আরিফ উল্লাহ নিজামী, সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুূখ অতিথি ছিলেন। এতে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।


বিবার্তা/আরমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com