ঠাকুরগাঁও উপ-নির্বাচনে বিজয়ী হলেন যারা
প্রকাশ : ১৬ মার্চ ২০২৩, ২০:১৫
ঠাকুরগাঁও উপ-নির্বাচনে বিজয়ী হলেন যারা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁও পৌরসভার ৩নং সংরক্ষিত (মহিলা) ও ২নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেলে সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩নং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে অটোরিক্সা প্রতীকে ২ হাজার ২০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দ্রৌপদী দেবী আগারওয়ালা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারজানা আক্তার আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩২৬ ভোট।


অন্যদিকে, ২ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে গাজর প্রতীকে ১ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. মানিক আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনোয়ার হোসেন পাঞ্জাবী প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৯ ভোট।


অপরদিকে, পীরগঞ্জ পৌরসভার ২নং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে বলপেন প্রতীকে ১হাজার ২৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মোছা. বিউটি আকতার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. মাকসুদা বেগম আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৮ ভোট।


উল্লেখ্য, জেলা সদর ও পীরগঞ্জ পৌরসভার দুটি সংরক্ষিত সদস্য পদে পাঁচজন প্রার্থীর পাশাপাশি সদর পৌরসভার ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ছায়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন । মোট ১৭ ভোট কেন্দ্রে ৩৩ হাজার ৮৪১ জন ভোটার ভোট দেন।


বিবার্তা/মিলন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com