পরিচয় গোপন করে ১৬ বছর ধরে ইমামতি করছিল জঙ্গি এমদাদুল
প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ২১:১৩
পরিচয় গোপন করে ১৬ বছর ধরে ইমামতি করছিল জঙ্গি এমদাদুল
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এড়াতে পরিচয় গোপন করে মসজিদে ইমামতি করতেন এমদাদুল হক। অবশেষে ১৬ বছর পর সে ঢাকার এন্টি টেররিজম ইউনিট ও সোনাগাজী মডেল থানা পুলিশ যৌথ অভিযানে গ্রেপ্তার হন। বৃহস্পতিবার রাতে ফেনী শহরের বিজয় সিংহ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


এমদাদুল সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের মান্দারি গ্রামের সামছুল হকের ছেলে।


পুলিশ জানায়, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বেআইনী সমাবেশে একত্রিত হওয়ার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছিল। ২০০৭ সালের ৫ এপ্রিল বরিশাল কোতয়ালী থানায় র‍্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মালাটি দায়ের করেন।


সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, শুক্রবার তাকে আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
আবুল হোসেন


বিবার্তা/রিপন/নয়ন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com