গুলিস্তানে বিস্ফোরণ: হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:১৫
গুলিস্তানে বিস্ফোরণ: হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারের ভবনে বিস্ফোরণের হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।


বুধবার (৮ মার্চ) বংশাল থানায় এ অপমৃত্যুর মামলা হয় বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ওসি মো. মজিবুর রহমান। এর আগে এ ঘটনায় মঙ্গলবার (৭ মার্চ) সাধারণ ডায়েরি নথিভুক্তি হয়।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন বলেন, একটি অপমৃত্যু মামলা হয়েছে।


তিনি বলেন, বিস্ফোরণের ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও ডিএমপির সিটিটিসি তদন্ত করছে। তদন্তে তারা যদি এমন কোনো কিছু পায়, যাতে মনে হয় নাশকতা বা বিস্ফোরণ ঘটানো হয়েছে তাহলে অন্য মামলা দায়ের করা হবে।


ভবনে বিস্ফোরণের ঘটনায় ভবনটির মালিকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য আমরা বাড়ির মালিক, দোকান মালিকদের ডেকেছি, তাদের জিজ্ঞাসাবাদ করছি। যারা আহত হয়েছেন, তাদের সঙ্গেও কথা বলছি।


মঙ্গলবারের এ বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক ব্যক্তি।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com