শেষ হলো লালন স্মরণোৎসব
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ১৩:১১
শেষ হলো লালন স্মরণোৎসব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শেষ হলো ৩দিনব্যাপী লালন স্মরণোৎসব।


৬ মার্চ, সোমবার রাতে লালন মঞ্চে আলোচনা সভা ও রাতভর ভাবসংগীতের মধ্য দিয়ে শেষ হয়েছে ফকির লালন সাঁইয়ের ৩দিনের লালন স্মরণোৎসব।


উৎসবের সমাপ্তি ঘোষনা করেন খুলনা বিভাগের এডিসি মো.আব্দুর রশিদ। কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার, কুষ্টিয়ার পুলিশ সুপার মো.খাইরুল আলম ও কুষ্টিয়া নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড.সেলিম তোহা।


উৎসবকে ঘিরে ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বসেছিল লালন ভক্ত ও সাধুদের মিলন মেলা। এ মেলায় যোগ দিয়েছিলেন সাধু, লালন সাঁইজির ভক্ত ও অনুসারী সহ দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী। তবে দোলপূর্ণিমা তিথি অনুযায়ী সাধুসঙ্গ অনুষ্ঠান শেষ করতে সাঁইজির আখড়াবাড়ির ধামে সাধুরা অবস্থান নিয়েছেন। সোমবার সন্ধ্যায় অধিবাসের মধ্যদিয়ে সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ৭ মার্চ, মঙ্গলবার সকালে বাল্যসেবা এবং দুপুরে পূর্ণসেবার মধ্যদিয়ে শেষ হবে সাধুসঙ্গ আনুষ্ঠান।


বিবার্তা/শরীফুল ইসলাম/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com