বাঁকখালীর অবৈধ স্থাপনা উচ্ছেদের সংবাদ সংগ্রহ করে হামলার শিকার সাংবাদিক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৫
বাঁকখালীর অবৈধ স্থাপনা উচ্ছেদের সংবাদ সংগ্রহ করে হামলার শিকার সাংবাদিক
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার শহরের বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে যায় প্রশাসন। 


এসময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে দখলদারদের হাতে হামলার শিকার হয়েছেন। 


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নদীর কস্তুরাঘাট অংশে উচ্ছেদ অভিযান শুরু করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) নেতৃত্বে যৌথ বাহিনী। 


বিকাল ৪টা পর্যন্ত প্রায় ২৫০টি অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। পাশাপাশি নদীতে সৃজিত প্যারাবন কেটে দখল করে ঘিরে রাখা টিনের ঘের ও চারপাশের কয়েক'শ খুঁটি তুলে ফেলা হয়। সন্ধ্যা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।


বেলা দুইটার দিকে উচ্ছেদ অভিযানের ভিডিও চিত্র ধারণ ও ছবি তুলতে গিয়ে দখলদারের হামলার শিকার হন কয়েকজন সাংবাদিক। ১০-১২ জন দখলদার লাঠি হাতে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন এবং হাতাহাতিতে লিপ্ত হন। এ সময় সাংবাদিকদের মারধর করে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার ধৃষ্টতা দেখান কয়েকজন দখলদার। 


দখলদার আবদুল খালেক সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।


হামলার শিকার সাংবাদিকেরা হলেন ডিবিসি নিউজ ও বিডিনিউজের জেলা প্রতিনিধি শংকর বড়ুয়া রুমি, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাঈন উদ্দিন হাসান শাহেদ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলামসহ কয়েকজন ক্যামেরাপারসন। দখলদাররা সাংবাদিকদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভিডিও চিত্র ধারণ করতে নিষেধ করতে থাকেন।


হামলার শিকার সাংবাদিক মাঈন উদ্দিন হাসান শাহেদ বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের ভিডিও চিত্র ধারণ ও ছবি তুলতে গেলে দখলদারের লোকজন সাংবাদিকদের গালমন্দ শুরু করেন। এসব থেকে বিরত থাকতে নিষেধ করলে দখলদাররা ক্ষিপ্ত হয়ে চিৎকার করে গালমন্দ এবং ইটপাটকেল নিক্ষেপ করতে করতে সাংবাদিকদের সঙ্গে হাতাহাতি শুরু করেন। এ সময় কয়েকজন দখলদার লাঠি হাতে সাংবাদিকদের পেটানোর ধৃষ্টতা দেখান। পুলিশ আসায় তা করতে পারেননি দখলদারেরা। ১০-১২ জনের দখলদারের নেতৃত্ব দেন আবদুল খালেক নামের আরেক দখলদার ও তাঁর ছেলে।


ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক নুপা আলম বলেন, নদীর কস্তুরাঘাট এলাকায় দখলদার ও মহেশখালীর বাসিন্দা আবদুল খালেক পাঁচতলা ভবন নির্মাণ করেন। কয়েক মাস আগে ভবনের উত্তর পাশে নদীর জায়গা দখল করে তৈরি করেন কয়েকটি টিনশেড ঘর। দুপুরে টিনশেড ঘর উচ্ছেদ করতে গেলে দখলদারের সঙ্গে সাংবাদিকের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দখলদারের লাঠি উঁচিয়ে সাংবাদিকদের মারধরের ধৃষ্টতা দেখান। এ সময় আবদুল খালেকের হাতে পিস্তল দেখা গেছে।


অস্ত্র প্রদর্শনের অভিযোগ ভিত্তিহীন দাবি করে আবদুল খালেক বলেন, কস্তুরাঘাটের খতিয়ানভুক্ত জমিতে তিনি ভবন নির্মাণ করেন। টিনশেডের ঘরগুলোও তাঁর নিজের খতিয়ানভুক্ত জমিতে নির্মাণ করা হয়। এসব ঘরবাড়ি উচ্ছেদ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কতিপয় যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে।


সাংবাদিক শংকর বড়ুয়া বলেন, ‘আমরা সেখানে গিয়েছিলাম সংবাদ সংগ্রহ করতে। কিন্তু দখলদার আবদুল খালেক উচ্ছেদ অভিযান বানচাল করতে সাংবাদিকের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর কারণে সেটা সম্ভব হয়নি। আমরা সাংবাদিকের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।


যৌথ অভিযানে জেলা প্রশাসনের সঙ্গে অংশ নেয় পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, বিআইডব্লিউটিএ সহ বিভিন্ন দপ্তর। 


বিকেল চারটা পর্যন্ত ২০০-২৫০ ছোট বড় অবৈধ স্থাপনা (ঘরবাড়ি-দোকানপাট) উচ্ছেদ হয়েছে জানিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, উচ্ছেদ অভিযান সন্ধ্যা পর্যন্ত চালানো হবে। নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ করার চেষ্টা অনেকবার হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু আমরা থামব না। উচ্চ আদালতের আদেশে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। 


সাংবাদিকদের ওপর হামলা প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, এটা ভুল বোঝাবুঝি। এ ব্যাপারে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


বিবার্তা/তাফহীমুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com