পাংশায় নিখোঁজের ৩দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৩
পাংশায় নিখোঁজের ৩দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশায় মুদি দোকানের ভিতরে ফ্লোরের বালির নিচে চাপা পড়া অবস্থায় মো. কাজল মিয়া (১৭) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলার যশাই ইউনিয়নের খলিল মোড় নামক স্থানে মো. মাসুদ মিয়ার দোকান ঘরের ফ্লোর ভেঙ্গে তাকে উদ্ধার করা হয়।


মৃত মো. কাজল মিয়া উপজেলার যশাই ইউপির ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কৃষক মো. মনিরুল মিয়ার বড় ছেলে।


কাজলের বাবা মনিরুল মিয়া বলেন, গত ২০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় একই ইউনিয়নের রাজ্জাক মোল্লার ছেলে নাহিদ তার ছেলে কাজলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে কাজল আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন সকালে নাহিদের সঙ্গে দেখা হলে কাজলের কথা জিজ্ঞেস করলে নাহিদ বলেন রাত ১১টার সময় কাজল বাড়িতে ফিরে গেছে।


তিনি বলেন, পরবর্তীতে কাজলের আর কোন খোঁজ পাওয়া যায়নি। ২১শে ফেব্রুয়ারির দিন যে দোকান ঘরে লাশ পাওয়া গেছে, সেই দোকান ঘরের নিচে একটি কোদাল ও মাটি কিছু আসবাবপত্র এবং কাজলের কাপড় পাওয়া যায়। আজ সকালে আমি থানায় অভিযোগ করতে যাই পরে বাড়ি থেকে একজন ফোন করে বলে যে মাসুদের দোকান ঘরের নিচ দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মাছি উড়ছে। পরবর্তীতে স্থানীয় মেম্বারসহ কয়েকজন মিলে দোকান ঘরের ফ্লোর ভেঙে দেখতে পায় যে লাশ মাটির নিচে চাপা পড়ে আছে। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ এসে লাশটি উদ্ধার করে।


স্থানীয়রা বলেন, মাসুদের দোকানের পিছনে মাছির আনাগোনা আর দুর্গন্ধ পেয়ে কাছে গেলে কোদাল কাজলের কাপড় দেখে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে কাজলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।


পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দোকানের ফ্লোর ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করা যাচ্ছে না।


বিবার্তা/মিঠুন/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com