শিবপুরে সম্মানী ভাতা উত্তোলন করতে পারছেন না বীরমুক্তিযোদ্ধারা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৬
শিবপুরে সম্মানী ভাতা উত্তোলন করতে পারছেন না বীরমুক্তিযোদ্ধারা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর শিবপুর উপজেলার বীরমুক্তিযোদ্ধারা গত জানুয়ারী মাসের সম্মানী ভাতা উত্তোলন করতে পারছেন না। এতে আর্থিক সংকটে ভুগছেন তারা। এ নিয়ে


১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বীরমুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিনিয়া জিন্নাতকে বিষয়টি অবগত করেন।


উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খানের নেতৃত্বে বীরমুক্তিযোদ্ধারা ইউএনওকে জানান, সারাদেশে বীরমুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা চলমান থাকলেও শিবপুর উপজেলায় জানুয়ারী মাসের সম্মানী ভাতা উত্তোলন করতে পারছেন না তারা। এতে আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন তারা। অনেকে এই ভাতার উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করেন বলে জানান বীরমুক্তিযোদ্ধারা।


এসময় ইউএনও জানান, বীরমুক্তিযোদ্ধাদের জানুয়ারী মাসের ভাতা না পাওয়ার বিষয়টি তিনি অবগত। অনলাইনে ভাতার কার্যক্রম পরিচালিত হওয়ায় কারিগরি সমস্যার কারণে এমনটি হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশ্বস্ত করেন।


এসময় বীরমুক্তিযোদ্ধারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারকে রাজনৈতিক মামলায় গ্রেফতার করে পুলিশ হাতকড়া ও কোমরে দড়ি বেঁধে আদালতে পাঠানোয় ক্ষোভ প্রকাশ করে ইউএনওকে বিষয়টি অবগত করেন। ইউএনও এই ঘটনায় দু:খ প্রকাশ করেন। মুক্তিযোদ্ধারা এই ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদেরকে প্রত্যাহারের অনুরোধ জানান। তবে এ ব্যাপারে ইউএনও বলেন, এটা পুলিশ বিভাগের বিষয়।


বিবার্তাকামাল/জামাল /


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com