‌‘সাত্তারকে বিজয়ী করানো আমাদের রাজনৈতিক দায়িত্ব’
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ২২:৫৩
‌‘সাত্তারকে বিজয়ী করানো আমাদের রাজনৈতিক দায়িত্ব’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিএনপির দলছুট নেতা উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে বিজয়ী করা আওয়ামী লীগের রাজনৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন । বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইলে আবদুস সাত্তারের সমর্থনে অনুষ্ঠিত আলোচনা ও পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।


বেলা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তনে আয়োজিত সভা আহ্বান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর। সভায় প্রধান অতিথি ছিলেন আল মামুন সরকার।


আল মামুন সরকার বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব মেম্বার-চেয়ারম্যানদের। কলার ছড়ি (কলার ছড়া মার্কা) প্রতীকে ভোট নেওয়ার দায়িত্ব আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের। যাঁরা সরকারের বিভিন্ন সুবিধা পান, তাঁরা কিন্তু মেম্বারদের লাইনে আছেন। আমরা এ কথা এখানে বলতে এসেছি যে আপনারা যাঁরা বিভিন্ন ওয়ার্ডের মেম্বার আছেন, আল্লাহর ওয়াস্তে তাঁরা ১ ফেব্রুয়ারি আপনার ওয়ার্ডের ভোটারদের কেন্দ্রে হাজির করবেন। প্রত্যেক সদস্য-সদস্যা ভোটার নিয়ে কেন্দ্রে হাজির হবেন। আর ইউপি চেয়ারম্যানরা তাঁর ইউনিয়নের প্রতিটি সেন্টারে ভোটারদের হাজির করার ব্যবস্থা করবেন।’


জেলা পরিষদের চেয়ারম্যান আরও বলেন, ‘আমাদের আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু এখানে আমাদের দলীয় প্রার্থী নেই, তাই একজন ভালো মানুষ ও পাঁচবারের সংসদ সদস্য হিসেবে প্রবীণ নেতা হিসেবে আবদুস সাত্তার সাহেবকে আমরা রাজনৈতিকভাবে সমর্থন করি। সে কারণে সাত্তার সাহেবকে বিজয়ী করানো আমাদের রাজনৈতিক দায়িত্ব। কে কী বলল, কোন নেতা কারে দাওয়াত করল, কারে দাওয়াত করল না, এসব ভাবার দরকার নাই। নেত্রীর নির্দেশ পালন ও বাস্তবায়ন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। আপনারা যারা বক্তব্য দেবেন, শুধু একটা কথাই ভালো করে বলবেন, ভোটারদের কিভাবে সেন্টারে আনবেন।’


বিবার্তা/জেএইচ



সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com