নড়াইলে ইয়াসিন হত্যা মামলায় গ্রেফতার ২
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ১১:০৫
নড়াইলে ইয়াসিন হত্যা মামলায় গ্রেফতার ২
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে ইয়াসিন হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় হত্যাকারীদের ব্যবহৃত ছুরি ও ছিনতাই হওয়া ইয়াসিনের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।


সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সাদিরা খাতুন।


তিনি জানান, গ্রেফতার হওয়া দুইজন প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। এছাড়াও মোটরসাইকেল কেনাবেচার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।


এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, সদর থানার ওসি মাহমুদুর রহমান, ওসি (ডিবি) সাজেদুর রহমান।


পুলিশ জানায়, সোমবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলে ইয়াসিন মোল্যা (২০) মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সাথে পার্শ্ববর্তী হিজলডাঙ্গায় মেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের ছয়দিন পর গত রবিবার দুপুরে সদরের শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া ঈদগাহের পাশ থেকে ইয়াসিন মোল্যার (২২) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।


পরে একইদিন রাতে ডিবি পুলিশ ইয়াসিনের বন্ধু সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁনপুর গ্রামের মফিজ খাঁনের ছেলে হাসিব খাঁন (২০) ও কুদ্দুস মোল্যার ছেলে হোসাইন মোল্যাকে নড়াইল ও যশোর থেকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিতে সোমবার সকালে আলোকদিয়া গ্রামের একটি সরিষার ক্ষেত থেকে ইয়াসিনকে হত্যার কাজে ব্যবহৃত ছুরি ও যশোরের শার্শা থানার খাজুরা গ্রাম থেকে অপর আসামি আমিনের বাড়ি থেকে ইয়াসিনের পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।


ইয়াসিন নিখোঁজের ঘটনায় তার বোন শিরিনা খানম গত মঙ্গলবার নড়াইল সদর থানায় একটি জিডি করেন। এ মামলা এখন হত্যা মামলায় রুপান্তরিত হবে।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com