
জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবান জেলার লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. ওসমান গণি নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওসমাণ গণি নেইচ্ছারঝিরি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে।
১৬ মে, বৃহস্পতিবার দুুপুরে উপজেলার সরই ইউনিয়নের নেইচ্চারঝিরিতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওসমান ও কবির আহমদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টার দিকে কবির আহমদরা জায়গার গাছ কাটতে গেলে ওসমান গণিরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংষর্ঘ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে মো. ওসমান গণিসহ ৮ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওসমান গনিকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী বলেন, বুধবার দুুপুরে কবির আহমদরা গাছ কাটতে গেলে ওসমাণ গণিরা বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান গণি মারা যান এবং উভয় পক্ষের ৭-৮জন আহত হন।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মো. শামীম শেখ বলেন, জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওসমান গণি নামের একজন মারা গেছেন। আহত হয়েছেন ৭-৮ জন। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/আরমান/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]