
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের এমপি ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম।
তিনি বলেন, চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা পেতে যেন কোনো অসুবিধা না হয়। আইসিইউ সেবা যাতে বেশি করে রোগীরা পেতে পারে এবং আইসিইউ শয্যা কীভাবে আরও বাড়ানো যেতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করেছি।
১৬ মে, বৃহস্পতিবার দুপুরে ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাসিম বলেন, আপনারা জানেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বাংলাদেশের মধ্যে একটি অন্যতম হাসপাতাল। আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, অনেকগুলো অ্যাজেন্ডা ছিল। সেগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, হাসপাতালে ১৫টি আইসিইউ বাড়ানো হচ্ছে। এরমধ্যে প্রথম পর্যায়ে ১০টি চালু হবে। পর্যায়ক্রমে আরও আইসিইউ চালু হবে। যারা মুমূর্ষু রোগী যাদের আইসিইউ প্রয়োজন সেই ব্যবস্থা করা হবে। ঢাকা মেডিকেলে দূরদূরান্ত থেকে রোগীরা চিকিৎসা সেবা নিতে আসে সে ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে সেগুলো ধাপে ধাপে দূর করতে হবে। মেডিকেলকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি আরও বলেন, এক শ্রেণির দালাল চক্র রয়েছে যারা সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিতে বাধাগ্রস্ত করেন। সেই সব দালাল চক্রের দৌরাত্ম্য কমাতে ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত হয়েছে। অতি দ্রুত সম্ভব হাসপাতালের আশপাশে সব অবৈধ স্থাপনা আছে যেগুলো রোগীকে হাসপাতালে প্রবেশ করতে বাধা সৃষ্টি করে সেগুলো সরিয়ে দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]