খানসামায় জমে উঠেছে উপজেলা নির্বাচন
প্রকাশ : ১৬ মে ২০২৪, ১৭:১৬
খানসামায় জমে উঠেছে উপজেলা নির্বাচন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী ২৯ মে তৃতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে পোস্টারে ছেয়ে গেছে দিনাজপুরের খানসামা উপজেলার অলিগলি, ছোট-বড়, রাস্তাঘাট, হাটবাজার, টংয়ের চায়ের দোকান কিংবা যেকোনো প্রতিষ্ঠান সব জায়গায় চলছে উপজেলা পরিষদ নির্বাচনের আলোচনা।


১৬ মে, বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলা সদর, পাকেরহাট, কাচিনিয়া, টংগুয়া ও চৌরঙ্গী বাজারসহ ছোট বড় হাটবাজারে প্রার্থীদের প্রচারণার পোস্টার ঝুলছে। পাশাপাশি দোকান কিংবা হোটেলের অথবা গাছে লাগানো হয়েছে প্রার্থীদের প্রতীক সম্বলিত স্টিকার।


এর আগে গত ১৩ মে উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১২ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এরপরই শুরু হয়েছে প্রচার-প্রচারণা, যা শেষ হবে ২৭ মে সন্ধ্যা পর্যন্ত। আগামী ২৯ মে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার রোস্তম আলী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনি প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে প্রচার-প্রচারণা ও নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন প্রস্তুত। এতে সকল প্রার্থী, সমর্থক ও ভোটারদের সহযোগিতা প্রয়োজন যেন অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে।


উল্লেখ্য, এই উপজেলায় চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ আনারস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোটরসাইকেল ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহ ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন।


ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন উড়োজাহাজ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র দাস তালা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম টিয়া পাখি ও উপজেলা যুবলীগ নেতা প্রভাষক হাজ্জাজ আল হাদী বড়বাবু বৈদ্যুতিক বাল্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মঞ্জিল আফরোজ পারভীন কলস, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রাণী রায় ফুটবল, সাংবাদিক সারমিন রহমান প্রজাপতি ও স্বতন্ত্র প্রার্থী গুলশান জান্নাত সানু বৈদ্যুতিক পাখা প্রতীকে এবার লড়বেন।


বিবার্তা/জামান/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com