
সিলেটে ‘হিটস্ট্রোকে’ শফিকুল ইসলাম (৩৫) নামে এক পথচারী মারা গেছেন।
১৬ মে, বৃহস্পতিবার বেলা ১ টার দিকে নগরের জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে তিনি মারা যান।
মৃত শফিকুল মৌলভীবাজারের জুড়ি উপজেলার নয়াগ্রামের আবু আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিলেন। নগরের সিটি সেন্টারের সামনে আসা মাত্র তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে নগরের শহিদ সামসুদ্দিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে কোতোয়ালি পুলিশ জানায়, ওই ব্যক্তি গরমে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। পরে মৃতের ভাই জহিরুল ইসলামকে খবর দেওয়া হয়। স্বজনরা হাসপাতালে উপস্থিত হলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত শফিকুলের ভাই জহিরুল ইসলাম বলেন, আমার ভাই শেয়ার বাজারে ব্যবসা করত। সিটি সেন্টারে শেয়ার মার্কেটের অফিসে আসছিল। কিন্তু মার্কেটে প্রবেশের আগেই সে হিটস্ট্রোকে মারা যায়। দাফনের জন্য তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]