নাটোরে শীতার্তদের পাশে কল্লোল ফাউন্ডেশন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ১৭:৩৩
নাটোরে শীতার্তদের পাশে কল্লোল ফাউন্ডেশন
গুরুদাসপুর প্রতিনিধি, নাটোর
প্রিন্ট অ-অ+

শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্ত মানুষদের পাশে দাড়িয়েছে ‘জয় বাংলা ইয়ুথ এওয়ার্ড’ প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন ‘কল্লোল ফাউন্ডেশন’।


২০ জানুয়ারি, শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।


এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু রাজ কুমার কাসি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ সরকার ও গুরুদাসপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাজেম আলী মলিন প্রমুখ উপস্থিত ছিলেন।


শীতবস্ত্র বিতরণকালে অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর কাছ থেকেই শিখেছি কিভাবে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে হয়। তারই অংশ হিসেবে কল্লোল ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতে ব্যাপক পরিসরে সেবামূলক এসব কার্যক্রমের মাধ্যমে তৃণমূলের অসহায় মানুষের পাশে থাকব। গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলায় এক হাজার কম্বল বিতরণের কাজ চলমান রয়েছে।


বিবার্তা/জনি/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com