
'স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' এ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস (২০২৪) উদ্যাপন করা হয়েছে।
২৮ এপ্রিল, রবিবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গণে এসে আলোচনাসভায় মিলিত হয়।
সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহীন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি ফরিদুন্নাহার লাইলী।
এ সময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর আসনের এমপি গোলাম ফারুক পিঙ্কু, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন, সংরক্ষিত আসনের এমপি আশ্রাফুন্নেছা পারুল, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাদেকুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান, পুলিশ সুপার তারেক বিন রশীদ প্রমুখ।
এর আগে লিগ্যাল এইড মেলার উদ্বোধন ও দেয়ালিকা উন্মোচন করেন অতিথিরা।
বিবার্তা/সুমন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]