ব্রাহ্মণবাড়িয়া
কাপড়ের রং দিয়ে ভেজাল গুড় তৈরি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৩৭
কাপড়ের রং দিয়ে ভেজাল গুড় তৈরি, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় মানবদেহের জন্য ক্ষতিকারক কাপড়ের রং মিশিয়ে ভেজাল গুড় তৈরির অভিযোগে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।


১৯ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের পৈরতলা এলাকায় সাদেক গুড় ও মিষ্টি কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম। অভিযানে জব্দকৃত ১২০ কেজি গুড় এবং ক্ষতিকারক কেমিকেল ধ্বংস করা হয়।


অভিযান শেষে ফারহান ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পৈরতলা এলাকার একটি বাড়িতে কারখানা করে অবৈধভাবে ভেজাল গুড় তৈরি হয়ে আসছিল। এর প্রেক্ষিতে জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে এবং কাপড়ের রং মিশিয়ে ভেজাল গুড় তৈরির প্রমাণ পাওয়া যাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বিবার্তা/আকন্ঞ্জি/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com