শিরোনাম
হবিগঞ্জে সেরা প্রতিবেদক জয়যাত্রা টিভির ছনি চৌধুরী
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৫০
হবিগঞ্জে সেরা প্রতিবেদক জয়যাত্রা টিভির ছনি চৌধুরী
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জে ২০১৯ সালের সেরা প্রতিবেদক (টেলিভিশন বিভাগ) এ নির্বাচিত হয়েছেন জয়যাত্রা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী।


হবিগঞ্জের পাহাড়ি দ্বীপ দিনারপুরে চাষ হচ্ছে বৈদেশিক ফল 'ড্রাগন' এ প্রতিবেদনের জন্য তিনি সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত হন। প্রতিবেদনটি গত ২২ নভেম্বর জয়যাত্রা টেলিভিশনে প্রচারিত হয়।


শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব আয়োজিত সেরা প্রতিবেদক-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার দেন প্রধান অতিথি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। এ সময় বিজয়ীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কারের নগদ অর্থ তুলে দেন তিনি।


প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেরা প্রতিবেদক বাছাই কমিটির আহ্বায়ক ও জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোহাম্মদ শাবান মিয়া, শোয়েব চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে টেলিভিশন, জাতীয় দৈনিক, অনলাইন এবং স্থানীয় দৈনিক চার ক্যাটাগরিতে মোট ১৪ সাংবাদিককে পুরস্কার দেয়া হয়।


টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম হন যমুনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, দ্বিতীয় হন চ্যানেল ২৪ এর রাসেল চৌধুরী, তৃতীয় হন যৌথভাবে ৭১ টেলিভিশনের শাকিল চৌধুরী ও জয়যাত্রা টিভির ছনি চৌধুরী, বিশেষ পুরস্কার পান এসএ টিভির আব্দুর রউফ সেলিম।


অনলাইনে প্রথম হন বাংলানিউজের বদরুল আলম, দ্বিতীয় হন বাংলা ট্রিবিউনের মোহাম্মদ নূর উদ্দিন। জাতীয় দৈনিক সংবাদপত্রে প্রথম হন আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি মো. মামুন চৌধুরী, দ্বিতীয় হন কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আলমগীর মিয়া, তৃতীয় হন যৌথভাবে কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শাহ ফখরুজ্জামান এবং দৈনিক মানবজমিনের রাশেদ খান।


স্থানীয় দৈনিক সংবাদপত্রে প্রথম হন দৈনিক প্রভাকরের শোয়েব চৌধুরী, দ্বিতীয় হন দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার নিতেশ দেব ও তৃতীয় হন মুখ পত্রিকার এস এম সুরুজ আলী।


বিবার্তা/ছনি চৌধুরী/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com