
খুলনায় শেখ নূর মোহাম্মদ (৫৮) নামে এক ব্যাংক কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নগরীর পশ্চিম বানিয়া খামার বিহার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
শেখ নূর মোহাম্মদ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞকাঠির কৃষি ব্যাংক শাখার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি একই জেলার মোল্লারহাট রাজ পাট গ্রামের শেখ সেকেল উদ্দিনের পুত্র।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার এস আই অচিন্ত কুমার হালদার জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে যেকোন সময়ে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তার লাশটি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বুধবার পোস্টমর্টেম শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/তুরান/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]