শিরোনাম
সিলেটে র‌্যাবের খাঁচায় ভুয়া ২ সেনা কর্মকর্তা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:৪০
সিলেটে র‌্যাবের খাঁচায় ভুয়া ২ সেনা কর্মকর্তা
সিলেট প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেট নগরীর মিরাবাজার থেকে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।


বুধবার রাতে (০৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মিরাবাজারস্থ ন্যাশনাল ব্যাংকের নীচ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে স্যামসাং জে-২ ও স্যামসাং গ্র্যান্ড প্রাইম নামের ২টি এন্ড্রোয়েড ফোন জব্দ করা হয়।


অভিযানের নেতৃত্ব দেন পুলিশ সুপার র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান।


গ্রেফতারকৃত প্রতারকরা হলো- সুনামগঞ্জ সদর থানাধীন জায়ফপুর গ্রামের মো: মতিউর রহমানের ছেলে জিয়াউর রহমান (১৯) ও গোলাপগঞ্জ থানাধীন নওয়াইপুর (দক্ষিণবাগ) গ্রামের দিপু দাসের ছেলে নারায়ন চন্দ্র দাস (২১)।


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে গণ্যমাধমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৯।


বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে প্রতারকদের নিজ নিজ মোবাইলে থাকা বিভিন্ন সেনাকর্মকর্তার নাম-ছবি দ্বারা পরিচালিত ফেইসবুক আইডি দেখায় এবং ওই সকল ফেইসবুক আইডি দিয়ে বিভিন্ন লোকদের সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা পয়সা আদায়ের চেষ্টা করে বলে স্বীকার করেছেন।


উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/ফয়সাল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com