শিরোনাম
কাউখালীতে ব্রিজ নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:২৯
কাউখালীতে ব্রিজ নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী উপজেলার এস বি সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন এলজিইডির একটি ব্রিজ নির্মাণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে সর্বস্তরের জনগণ।


বৃহস্পতিবার ব্রিজ নির্মাণের দাবিতে ভাঙা ব্রিজের এক অংশের উপর অবস্থান কর্মসূচি পালন করেন সর্বস্তরের জনতা।


২০১৮ সালের ২১ সেপ্টেম্বর বালু বোঝাই একটি কার্গোর ধাক্কায় ব্রিজটির মাঝের অংশ ভেঙে যায়।


কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরুর সভাপতিত্বে জন গুরুত্বপূর্ণ এই ব্রিজটি নির্মাণের দাবিতে বক্তব্য রাখেন ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, ব্যবসায়ী সুজন আইচ, ব্যবসায়ী অরবিন্দু সিকদার, কমল বসু, দেবনাথ মালো, নয়ন সিকদার, শিক্ষার্থী অর্কো সিকদার।


অবস্থান কর্মসূচির সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কাউখালী উপজেলার নির্বাহী অফিসার মোছা খালেদা খাতুন রেখা, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন ও ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন।


অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া উপস্থিত সকলকে বক্তারা এই বলে আশ্বস্ত করেন ব্রিজটি জরুরি ভিত্তিতে নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়।


এ ব্যাপারে কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুল লতিফ খসরু বলেন, এই ব্রিজটি উপজেলার স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ হাজার হাজার মানুয় চলাচল করেন। ব্রিজটি নির্মাণ না করার ফলে জন দুর্ভোগের সৃষ্টি হয়েছে। ব্রিজ হলো উপজেলা সদরে যাওয়ার একমাত্র মাধ্যম।


তিনি আরো বলেন, ব্রিজটি জরুরি ভিত্তিতে নির্মাণ করা না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com