শিরোনাম
লোহাগড়ায় লোকালয়ে বনস্যহাতির পাল
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ১৫:৩৪
লোহাগড়ায় লোকালয়ে বনস্যহাতির পাল
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের লোহাগাড়ায় খাদ্যভাবে লোকালয়ে ঢুকে পড়েছে প্রায় ১৪ টি বন্যহাতি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের লম্বাদীঘি পাড় এলাকায় হাতির পালটি হানা দেয়। দুপুর দেড়টায় এই রিপোর্ট লিখা পর্যন্ত হাতিগুলো ওই এলাকায় অবস্থান করছে।


এদিকে একত্রে এতগুলো হাতি দেখে স্থানীয়দের মাঝে আতংক বিরাজ করছে। তবে ধানক্ষেতে আক্রমণ ছাড়া বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি করেনি। হাতিগুলো বনে ফিরিয়ে নিতে কাজ করছে বন বিভাগ ও স্থানীয় প্রসাশন।


বন বিভাগের চুনতি রেঞ্জ কর্মকর্তা মনজুরুল আলম জানান, এখন ধানের মৌসম। হাতিদের খাবারের মধ্য ধান অন্যতম।বন্য হাতিগুলো ধান খাওয়ার জন্য রাতে লোকালয়ে চলে এসেছে।সকাল হয়ে যাওয়ায় হাতিগুলো যেতে না পেরে একটি গাছের নিচে আশ্রয় নেয়।


স্থানীয়রা জানান, সকালে হাতিগুলো ধানক্ষেতে দেখতে পেয়ে তাদের মাঝে আতংক সৃষ্টি হয়।পরে বনবিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com