শিরোনাম
খুলনায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১৬:৫১
খুলনায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনায় সেতু ডায়াগনস্টিকের ম্যানেজার ইউনুস আলী হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক রোজিনা আক্তার এ রায় দেন। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।


যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সোহেল শেখ, শেখ রুবায়েত হোসেন ওরফে রুবেল ও মো. সাব্বির হোসেন তপু।


এছাড়া আলামত ধ্বংসের অভিযোগে তিনজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা হলেন- রানা কবির, হাফিজুর রহমান, পঙ্কজ শীল।


এ বিষয়ে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ জানান, ২০১১ সালের ১৩ জুন সাউথ সেন্ট্রাল রোডের সেতু ডায়াগনস্টিকে রাতে ম্যানেজার ইউনুস আলীকে গলা কেটে হত্যা করে এক লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় আসামিরা। এ ঘটনায় নিহত ইউনুসের বাবা মো. আমজাদ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। খুলনা সদর থানার এসআই মোস্তাক মামলার তদন্ত শেষে ওই বছরের ৭ সেপ্টেম্বর ছয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।


বিবার্তা/তুরান/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com