শিরোনাম
নাটোরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৯, ১৩:৫২
নাটোরে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরে বাবাকে কুপিয়ে হত্যা মামলায় ছেলে মুনসুর আলীকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দীক এ রায় ঘোষণা করেন।


এ সময় দণ্ডপ্রাপ্তকে ২০ হাজার ১ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় মুনসুর আদালতে উপস্থিত ছিলেন।


নাটোর জর্জকোর্টের অতিরক্তি পাবলিক প্রসিকিউটর মাসুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।


আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৩ মার্চ সবজি বিক্রির টাকা নিয়ে লালপুর উপজেলার শোভ ঠাকুরপাড়া এলাকায় ঘুঘুর আলী সঙ্গে ছেলে মুনসুর আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে শাবল দিয়ে তার বাবাকে কোপালে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।


এ ঘটনায় ঘুঘুর আলীর বড় ভাই আনছার আলী বাদী হয়ে মুনসুর আলীর নামে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com