শিরোনাম
‘বুলবুল: ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন’
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৯, ১৭:২৪
‘বুলবুল: ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন’
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র আঘাতে উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।


বুধবার (১৩ নভেম্বর) দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি একথা বলেন।


প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির তালিকা এখানো আমাদের কাছে পৌঁছেনি। সেটা জেলা প্রশাসকরা ডি ফরমের মাধ্যমে পাঠায়। এই তালিকা আসার পরে আন্তঃমন্ত্রণালয়ের সভা ডেকে প্রত্যেক মন্ত্রণালায়কে যার যার সেক্টর অনুযায়ী আমরা ক্ষতির তালিকা পৌঁছে দেবো।


তিনি আরো বলেন, আগামী ১৫ নভেম্বর সাভার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যে কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল করবে, যে কমিটি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দলকে শক্তিশালী করবে সেই রকম কমিটি দেয়া হবে।


এদিকে ১৫ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাভারে পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে। নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে।


এ সময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার পৌর মেয়র আব্দুল গণিসহ অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com