শিরোনাম
টাঙ্গাইলে ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ২১:১৩
টাঙ্গাইলে ব্যবসায়ীর ৫ বছরের কারাদণ্ড
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে লাইসেন্স ছাড়া অবৈধভাবে এসিড রাখার দায়ে এক ব্যক্তিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড দেন আদালত।


মঙ্গলবার (১১নভেম্বর) বিকেলে জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক শওকত আলী চৌধুরী এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাহ আলম (৩৫) কালিহাতী উপজেলার ছিলিমপুর গ্রামের আবু বক্করের ছেলে।


রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইল জজ কোর্টের পিপি এস আকবর আলী খান বলেন, ২০১৮ সালের ১৪ অক্টোবর টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বাস্ট্যান্ডে একটি দোকানো অবৈধভাবে এসিড রাখার অভিযোগে দোকানের মালিক শাহ আলমকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার দোকান থেকে লাইসেন্স বিহীন ৪০ লিটার এসিড উদ্ধার করা হয়। পরে ডিবি পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। স্বাক্ষী এবং শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।


বিবার্তা/তোফাজ্জল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com