শিরোনাম
নড়াইলে থানায় ব্যবসায়ীকে নির্যাতন, ওসির বদলি
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৯, ১৮:০১
নড়াইলে থানায় ব্যবসায়ীকে নির্যাতন, ওসির বদলি
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া থানার ভেতরেই ব্যবসায়ীকে চোখ বেঁধে ও হাতকড়া পরিয়ে নির্যাতনের অভিযোগে ওসি মোকাররম হোসেনকে বদলি করা হয়েছে।


সোমবার বিকেলে খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন স্বাক্ষরিত আদেশ লোহাগড়া থানায় পৌঁছে। ওই আদেশে ওসি মোকাররমকে থানা ত্যাগ করে মেহেরপুর পুলিশ লাইনসে যোগদান করতে বলা হয়েছে।


ভুক্তভোগী শিহাব মল্লিক লোহাগড়া পৌর এলাকার গোপীনাথপুর গ্রামের এনামুল মল্লিকের ছেলে।


তিনি জানান, ২ নভেম্বর পারিবারিক বিরোধের জেরে ফুফাতো ভাই বদরুল মল্লিকের সঙ্গে হাতাহাতি হয়। ওই ঘটনায় শিহাব ও তার মা বিউটি বেগমের বিরুদ্ধে মামলা করেন বদরুলের ছোট ভাই মনিরুল।


তিনি জানান, লোহাগড়া থানার এসআই নুরুস সালাম সিদ্দিক পরদিন তাকে গ্রেফতার করেন। ওই রাত থেকে সকাল পর্যন্ত হাতকড়া পরিয়ে ও চোখ বেঁধে দফায় দফায় নির্যাতন করেন এসআই সিদ্দিক।


সোমবার কিছুটা সুস্থ হলে শিহাবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তার জামিন হলে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়।


নড়াইলের এসপি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, প্রশাসনিক কাজে অবহেলার অভিযোগে ওসি মোকাররম হোসেনকে বদলি করা হয়েছে।


বিবার্তা/মিলু /জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com