শিরোনাম
গাজীপুরে অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ১৩:৪৭
গাজীপুরে অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু হয়েছে। এসময় অসুস্থ হয়েছেন আরো দুজন।


বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে একজন ও শুক্রবার (৯ নভেম্বর) দিবাগত রাতে আরো একজনের মৃত্যু হয়।


এর আগে বৃহস্পতিবার উপজেলার বরমী ইউনিয়নের পাইতলবাড়ী গ্রামে মদপানে অসুস্থ হন ওই চারজন।


মৃতরা হলেন-পাইতলবাড়ী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে লিয়াকত আলী (৫০) ও মৃত আবদুর রাজ্জাকের ছেলে আকতার হোসেন (৫৫)।


অসুস্থরা হলেন-উপজেলার একই গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে নূরুল ইসলাম নূরু (৪৫) ও বদর উদ্দিনের ছেলে সোহেল মিয়া (৩৮)।


স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার বরমী ইউনিয়নের পাইতলবাড়ী গ্রামে চারজন একসঙ্গে মদপান করেন। এরপর রাতেই একে একে অসুস্থ হয়ে পড়েন তারা। দিবাগত রাতে সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফতেহ আকরাম জানান, মদপানে অসুস্থ চারজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। ওই দিন রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন থেকে আকতার হোসেন মারা যান। শুক্রবার রাতে মারা যান লিয়াকত আলী।


শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানানা, স্বাস্থ্য কমপ্লেক্সে দুজনের মরদেহ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতালে পাঠানো হবে।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com