শিরোনাম
চাঁদপুরের ৩১১ আশ্রয়কেন্দ্রে যাচ্ছে মানুষ
প্রকাশ : ০৯ নভেম্বর ২০১৯, ১২:৪৫
চাঁদপুরের ৩১১ আশ্রয়কেন্দ্রে যাচ্ছে মানুষ
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর প্রভাবে সতর্কতা সংকেত জারি করায় ও ঘূর্ণিঝড়ের প্রভাব বাড়তে থাকায় চাঁদপুরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ। জেলার ৩১১ আশ্রয়কেন্দ্র এজন্য প্রস্তুত রাখা হয়েছে।


ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় চাঁদপুর সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


ইতোমধ্যেই জেলার সরকারি সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলার এবং বলগেট, ড্রেজার ইত্যাদি ছোট নৌযানকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। জনসাধারণকে সতর্ক করতে বিভিন্ন চরাঞ্চলে মাইকিং করা হচ্ছে।


ঘূর্ণিঝড়ের আগেই চাঁদপুরে ১১৭টি মেডিকেল টিম, স্থানীয় স্কাউট, রেডক্রিসেন্ট, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া চাঁদপুর জেলার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা ছাড়াও সরকারি-বেসরকারি ১১৩০ জন স্বেচ্ছাসেবক, ৭৫০জন গ্রাম পুলিশকে প্রস্তুত রাখা হয়েছে। চাঁদপুর জেলার জন্য নগদ ৫ লাখ টাকা ও ১০০ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com