শিরোনাম
বুলবুলে পণ্ড সুন্দরবনের রাস উৎসব
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৯, ২২:০০
বুলবুলে পণ্ড সুন্দরবনের রাস উৎসব
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পণ্ড করে দিয়েছে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার আলোরকোলের ঐতিহ্যবাহী রাস উৎসব।


রাসমেলার সকল কার্যক্রম বাতিল ঘোষণা করেছে বনবিভাগ। একই সঙ্গে সুন্দরবনের পর্যটক, রাস পূর্ণিমায় গমনেচ্ছু পূণ্যার্থী ও জেলেদের পাস-পারমিট বন্ধ করে দেয়া হয়েছে।


পূর্ব বনবিভাগ সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিন দুবলার আলোরকোলের রাসমেলা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুল ক্রমশ সুন্দরবনের দিকে অগ্রসর হওয়ায় মেলার কার্যক্রম শুক্রবার (৮ নভেম্বর) স্থগিত ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। এছাড়া দুবলার শুঁটকি পল্লীতে অবস্থানকারী জেলেদের আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।


শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন (এসিএফ) জানান, বাগেরহাটের জেলা প্রশাসকের কার্যালয়ে আজ দুপুরে এ সংক্রান্ত জরুরি সভায় রাস মেলা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সুন্দরবনে অবস্থানরত বনবিভাগরে সকল স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীসহ জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়া হয়েছে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com