
ঘুর্ণিঝড় বুলবুলের প্রভাবে বরিশালে বৈরি আবহাওয়া বিরাজ করছে।তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কোনো ঝড়বৃষ্টি না হওয়ায় সব কিছু স্বাভাবিক চলছে। অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা না থাকায় সকাল থেকেই লঞ্চ চলছে, তবে যাত্রী সংখ্যা কিছুটা কম।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পায়রা নদী বন্দর ও সমুদ্রের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত থাকলেও বরিশাল নদী বন্দরের জন্য এখন পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঘুর্ণিঝড় বুলবুল বরিশালের পায়রা সমুদ্র বন্দর থেকে ৬৯০ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। এর গতিবেগ ঘন্টায় ৯০ কিলোমিটার। তবে দমকা হাওয়া ১১০ কিলোমিটার হতে পারে।
বিবার্তা/জসিম উদ্দিন/জাই
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]