
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির মিটিংকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে তাড়াশ থানা গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০ সেপ্টেম্বর তাড়াশ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি নিয়ে তাড়াশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দ্বিধা বিভক্তি ছিলো। এ নিয়ে দলটি দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়ে। এরপর বুধবার আহ্বায়ক কমিটির প্রথম মিটিং উপলক্ষ্যে জেলা বিএনপির নেতৃবৃন্দ তাড়াশে আসার পথে কতিপয় নেতাকর্মী তাদের গাড়ি বহরে হামলা চালায়। এরপর নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে আসলে সেখানে অবস্থান নেয় পুলিশ।
এ সংঘর্ষে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, সদস্য জিয়া রহমানসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাড়াশ উপজেলা বিএনপির এক গ্রুপ অন্যগ্রুপকে দায়ী করছে। এ ঘটনায় তাড়াশ সদরে উত্তেজনা বিরাজ করছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, দুই গ্রুপের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]