শিরোনাম
ভূরুঙ্গামারীতে ভুয়া চিকিৎসকের দণ্ড
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৯, ১৮:৪১
ভূরুঙ্গামারীতে ভুয়া চিকিৎসকের দণ্ড
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসাদুজ্জামান নামে এক ভুয়া চিকিৎসককে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।


মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে স্থানীয় পুলিশ রোগী সেজে তার চেম্বারে গিয়ে অপারেশনের বিভিন্ন যন্ত্রপাতি, রেজিস্ট্রেশন বিহীন নিম্নমানের ওষুধসহ আটক করে তাকে এ দণ্ড দেয়া হয়।


দণ্ডিত চিকিৎসক আসাদুজ্জামান উপজেলার সোনাহাট বাজারে উত্তর ভরতেরছড়া গ্রামের আনছার আলীর ছেলে। তিনি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল।


স্থানীয়রা জানান, আসাদুজ্জামান তার চেম্বারে অশ্ব, পাইলস, একশিরা ও দাঁতের অপারেশন করে আসছিল। স্থানীয় পুলিশ রোগী সেজে তার চেম্বারে গিয়ে অপারেশনের বিভিন্ন যন্ত্রপাতি, রেজিস্ট্রেশন বিহীন নিম্নমানের ওষুধসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েম এবং ওসি ইমতিয়াজ কবির ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতার প্রমাণ পায়।


সেখানেই ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভুয়া চিকিৎসককে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।


উপজেলা নির্বাহী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


বিবার্তা/সৌরভ/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com