শিরোনাম
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ৮ গরুর মৃত্যু, আহত ১২
প্রকাশ : ০২ নভেম্বর ২০১৯, ১৫:৩৪
কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে ৮ গরুর মৃত্যু, আহত ১২
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চর রসুলপুর গ্রামে অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে আয়নাল মিয়া নামে এক কৃষকের ৮টি গরুর মৃত্যু হয়েছে। এসময় আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছে বাছুরসহ আরো ১২টি গরু।


স্থানীয়রা জানায়, শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে চর রসুলপুর গ্রামের আয়নাল মিয়ার গোয়াল ঘরে আগুন লাগে। কোনো কিছু বুঝে উঠার আগেই সমস্ত গোয়াল ঘর পুড়ে পার্শ্ববর্তী থাকার ঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়াল ঘরে থাকা গবাদি পশুর মধ্যে ৮টি গরু পুড়ে মারা যায়। বাকি আরো ১২টি গরু আগুনে পুড়ে গুরুতর আহত হয়। পুড়ে গেছে থাকার ঘরের সকল আসবাবপত্রও।


এ ব্যাপারে আয়নাল মিয়া জানান, আমার ৮টি গরু পুড়ে মারা গেছে। বাকি ১২টি গরু আহত হয়েছে। সেগুলোর অবস্থাও ভালো না। গরু পালন করেই আমি জীবিকা নির্বাহ করি। আমার সবকিছু শেষ হয়ে গেছে।



ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম জানান, ক্ষতিগ্রস্ত আয়নাল মিয়ার বাড়িতে আগুন লেগে গরু পুড়ে মৃত্যুর ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।


উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের চিকিৎসা কর্মীরা গিয়ে আহত গরুর চিকিৎসা দিয়েছেন। পুড়ে যাওয়া গরুগুলো ঝুঁকিমুক্ত নয় বলে জানান তিনি।


কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াছমিন জানান, চরে গোয়ালঘরে আগুন লেগে গরুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ক্ষয়ক্ষতির প্রতিবেদন তৈরি করে পাঠাতে বলা হয়েছে। প্রতিবেদন পেলে সে মোতাবেক ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।


বিবার্তা/সৌরভ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com