শিরোনাম
আবু বক্করের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলেন হাজারো যাত্রী!
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৯, ১৯:২৮
আবু বক্করের বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলেন হাজারো যাত্রী!
পঞ্চগড়গ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যক্তির উপস্থিত বুদ্ধিতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেন। এতে প্রাণে বেঁচেছেন হাজারো যাত্রী।


শুক্রবার (১ অভেম্বর) ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনটি তখন রানীনগর স্টেশনে ঢুকছিল। এমন সময় আবু বকর দেখতে পান রাণীনগর স্টেশন আউটারে চকের ব্রিজের আগে রেললাইন ভাঙা। তখন তিনি ট্রেন থামানোর জন্য সংকেত দেন। তার সংকেত পেয়ে ট্রেন থামিয়ে দেন চালক। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাণীনগর-শাহাগোলা সেকশনে লাইন ভেঙ্গে যাওয়ার ব্যাপারটি খেয়াল করেছিলেন আবু বক্কর সিদ্দিক নামের ওই ব্যক্তি। তার বাড়ি বড়বড়িয়া এলাকায়। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ট্রেন আসতে দেখে আবু বক্কর লাল জামা উড়িয়ে বিপদ সংকেত দেন। সেটা দেখে ট্রেনের চালক দক্ষতার সঙ্গে চলতি ট্রেন থামিয়ে দিলে দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীর।


একতা এক্সপ্রেস ট্রেনটির লোকো মাস্টার (প্রধান চালক) রাহী আহমেদ বলেন, 'আমি প্রথমে লাল গেঞ্জি দেখতে পাই, পরে দেখি আরেকজন মোবাইলের লাল আলো দিয়ে হাত নাড়াচ্ছে। আমি সঙ্গে সঙ্গে ট্রেনটি দাঁড় করিয়ে দেই। হেফাজত করার মালিক আল্লাহ। যাদের জন্য ট্রেনটি দাঁড় করাতে পারছি আল্লাহ তাদের মঙ্গল করুন।


দেখা গেছে, রেল লাইনের একটি পাতের নিচের অংশ ভেঙে পড়ে গেছে। যার ফলে প্রায় দ্বিখণ্ডিত হয়ে গেছে লাইনটি। কোনো ট্রেন এর ওপর দিয়ে গেলে দুর্ঘটনার সম্ভাবনা বেশি ছিল।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com