শিরোনাম
ক্লাস নেয়ার সময় মারা গেলেন শিক্ষক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৯, ১৩:২২
ক্লাস নেয়ার সময় মারা গেলেন শিক্ষক
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাট সদর উপজেলায় বিদ্যালয়ে ক্লাস নেয়ার সময় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাজপুর ইউনিয়নের তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম জিয়াউল হক (৫১)। তিনি স্কুলটির প্রধান শিক্ষক।


শিক্ষার্থীরা জানায়, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে নিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই মেঝেতে পড়ে যান জিয়াউল হক। এমন অবস্থা দেখে শিক্ষার্থীদের চিৎকারে ছুটে আসেন অন্য শিক্ষকরা। অচেতন অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।


সহকারী শিক্ষক তপন কুমার রায় বলেন, স্যারকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন। আমরা তাকে বাঁচাতে পারিনি।


সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী জানান, প্রতিদিনের মতো সকালে ক্লাসে পাঠদান করছিলেন শিক্ষক জিয়াউল হক নয়ন।


এ সময় হঠাৎ অসুস্থ হলে সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত সদর হাসপাতালে নেন। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com