শিরোনাম
গাড়ি চুরি মামলায় চিটিং মণি গ্রেফতার
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৯, ১৪:৩৯
গাড়ি চুরি মামলায় চিটিং মণি গ্রেফতার
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে গাড়ি চুরি মামলায় এক লন্ডন প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মুহিত সুলায়মান খান তানিম ওরফে মণি।


মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে মণিকে আদালতে পাঠিয়েছে সিলেট বিমানবন্দর থানা পুলিশ।


এর আগে সোমবার রাতে গাড়ি চুরি মামলায় তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দর থানার ওসি সাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


স্ত্রীর বদৌলতে লন্ডনে গেলেও মাদকাসক্তি, প্রতারণা, জালিয়াতি থেকে দূরে সরতে পারেননি মণি। তাই সিলেটে পরিচিতি পেয়েছেন চিটিং মণি হিসেবে।


মুহিত সুলায়মান খান তানিম ওরফে মণি নগরীর ফাজিলচিস্ত এলাকার ৯ নম্বর বাসার বাসিন্দা আবদুল মালেক খানের ছেলে।


পুলিশ জানায়, শহরতলির বাদাঘাট এলাকার ব্যবসায়ী ফরিদ আহমদের ছোট ভাই লিমন আহমদের সঙ্গে পরিচয় ছিল মণির।


এর সূত্র ধরে গত ৪ সেপ্টেম্বর লিমনের কাছ থেকে তার বড় ভাই ফরিদ আহমদের ‘নোহা’ গাড়িটি কয়েক ঘণ্টার জন্য চেয়ে নেন প্রতারক মণি।


ওই দিনই গাড়িটি নগরীর গোয়াইপাড়ার বাসিন্দা আবদুল্লাহর কাছে মাত্র এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে দেন। লিমন আহমদ গাড়িটি ফেরত চাইলে টালবাহানা শুরু করেন মণি।


পরে লিমন জানতে পারেন তার ভাইয়ের গাড়িটি মণি বিক্রি করে দিয়েছে।


এ ব্যাপারে গত সোমবার সকালে ফরিদ আহমদ বাদী হয়ে মণির বিরুদ্ধে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে নগরীর মজুমদারি এলাকার বিএম টাওয়ার থেকে মণিকে গ্রেফতার করে পুলিশ।


এর মাত্র দুই মাস আগে মণির পরিচয় হয় নগরীর এক রাইড শেয়ারিং চালকের। সেই সুবাদে মোটরসাইকেলটি মাসিক ভাড়া চুক্তিতে নিজে চালাবেন বলে নিয়ে আসেন মণি। এর পর মোটরসাইকেলটি অন্যত্র বিক্রি করে দেন।


এরও আগে ২০০৩ সালে হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েছিলেন মণি। এর পর মাস তিনেক জেলও খাটেন তিনি।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com