
খুলনার তেরখাদায় বাল্য বিয়ের আয়োজন করায় ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার বারাসাত ইউনিয়নের আবনালী এলাকায় নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল থানা পুলিশের সহযোগিতায় বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে ভেঙে দেন। পাশাপাশি বর পক্ষের বড় ভাই ও দুলাভাইকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কনে আবনালী এলাকার মো. হায়দার আলীর মেয়ে সাদিয়া খাতুন (১১)। সে পঞ্চম শ্রেণিতে পড়ে। বর একই এলাকার মুনসুর মোল্লার ছেলে মো. লিটন মোল্লা (২২)।
তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল জানান, পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রীর সঙ্গে একই এলাকার লিটন মোল্লার বিবাহের আয়োজন চলছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ছেলের দুলাভাই সোহেল মোল্লা (৩৭) ও বড় ভাই জব্বার মোল্লাকে (২৫) বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ সালের ৬ ধারামতে প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
তিনি আরো বলেন, কনের অভিভাবকদের নিকট মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হলে বিয়ে দিতে পারবে না মর্মে অঙ্গীকার নামা নেয়া হয় বলে জানান তিনি।
বিবার্তা/রেজাউল/এরশাদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]