শিরোনাম
উত্তরবঙ্গের মানুষের আর মঙ্গা শব্দ শুনতে হবে না: প্রধানমন্ত্রী
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৯, ১৩:৪২
উত্তরবঙ্গের মানুষের আর মঙ্গা শব্দ শুনতে হবে না: প্রধানমন্ত্রী
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরসহ উত্তরবঙ্গের মানুষের আর মঙ্গা শব্দ শুনতে হবে না বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় ঢাকা-কুড়িগ্রাম- ঢাকা রুটের আন্ত:নগর ট্রেন চালুকরণ এবং রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেসের র‌্যাক প্রতিস্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে তিনি এই আশা প্রকাশ করেন।


প্রধানমন্ত্রী বলেন, আমি নিজে এক সময় কুড়িগ্রামকে ‘কুইরা গ্রাম’ বলতাম। কিন্তু কুড়িগ্রাম এখন আর ‘কুইরা গ্রাম’ নেই। আগামী দিনে কুড়িগ্রাম আরো উন্নত হবে।


তিনি বলেন, উত্তরবঙ্গের বন্ধ সকল রেলপথ চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। শিগগিরই এইসব বন্ধ রেলপথ আবারো চালু হবে। পরে বাঁশি বাজিয়ে ও পতাকা নেড়ে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনটির উদ্বোধন করেন।


এদিকে আন্ত:নগর ট্রেন চালুকরণ এবং রংপুর এক্সপ্রেস ও লালমনিরহাট এক্সপ্রেসের র‌্যাক প্রতিস্থাপনের শুভ উদ্বোধন উপলক্ষ্যে রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে পৃথক অনুষ্ঠানে সরকারি-বেসরকারী ও আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রশীদ/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com