
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় অমিত সাহা আটকের খবরে স্বস্তি পেয়েছেন ফাহাদের বাবা বরকত উল্লাহ। তিনি বলেছেন, আমার ছেলের জন্য আজ সারা বাংলা কাঁদছে, এজন্য আমি কৃতজ্ঞ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, অমিত সাহা আটকের খবরে আমি স্বস্তি পেয়েছি। এ জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। এসময় গতকাল তার বাড়িতে বুয়েটের ভিসির আগমন নিয়েও নিজের মতামত জানান।
তিনি বলেন, আমি চেয়েছিলাম ভিসি আবরারের মায়ের সাথে দেখা করুন। তাকে নিয়ে আমি সামনে পথ পরিষ্কার করছিলাম। কিন্তু এলাকার মানুষের বিক্ষোভের মুখে প্রশাসন ভিসিকে নিয়ে দ্রুত গাড়িতে করে চলে যান। ভিসি পারতেন আমার পেছনে এসে আবরারের মায়ের সাথে দেখা করতে। সেটা তিনি করেননি। তিনি পুলিশের কথামতো চলে গেলেন।
এসময় তার ছোট ছেলে আবরার ফায়াজকে মোবাইল ফোনে হুমকি দেয়ার কথাও জানান তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
তিনি বলেন, আমরা সবাই এখন গ্রামের বাড়িতেই আছি। এলাকার পরিস্থিতিও আপাতত ভালো।
উল্লেখ্য, গত রবিবার বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভিসি তার বাসায় গিয়ে তোপের মুখে পড়েন। পরে পুলিশি প্রহরায় কুষ্টিয়া ত্যাগ করেন।
বিবার্তা/এরশাদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]