শিরোনাম
কক্সবাজারে ১৮২৫ পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০১৯, ০৯:০৯
কক্সবাজারে ১৮২৫ পিস ইয়াবাসহ বাসযাত্রী আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের হোয়াইক্যং এলাকা থেকে এক হাজার ৮২৫ পিস ইয়াবাসহ এক বাসযাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে বিজিবি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে কক্সবাজারের হোয়াইক্যং এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশের (২ বিজিবি) একটি দল। অভিযানে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস বাস (পালকি পরিবহন) আসলে তল্লাশির জন্য থামানো হয়। বাস তল্লাশির সময় একজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে বাস থেকে নামিয়ে তল্লাশি করা হয়। পরে তার পায়ুপথ থেকে এক হাজার ৮২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার ১১৮ টাকা জব্দ করা হয়।


তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com