শিরোনাম
নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৯, ২০:১৪
নারায়ণগঞ্জে গার্মেন্টসকর্মী গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গার্মেন্টসকর্মীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে ওই গার্মেন্টসকর্মী বাদী হয়ে সাতজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। এর আগে সোমবার (৭ অক্টোবর) দিনগত রাতে জেলার জামপুর ইউনিয়নের ব্রাহ্মণবাওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।


ঘটনার পর ওই গার্মেন্টসকর্মীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোনারগাঁ থানায় দায়ের করা মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, রূপগঞ্জের রবিন গার্মেন্টসে তিনি কর্মরত। সোমবার সন্ধ্যা ৬টার দিকে গার্মেন্টস ছুটি শেষে বাড়ি ফেরার জন্য গার্মেন্টসের সামনে থেকে গাউছিয়া যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এসময় জাহাঙ্গীর নামে এক ব্যক্তি পেছনের সিটে বসাছিলেন। গাউছিয়া যাওয়ার পর ওই গার্মেন্টসকর্মী অটোরিকশা থেকে নামতে চাইলে পেছনের সিটে বসা জাহাঙ্গীর তাকে বাঁধা দেন। পরে সিএনজিচালককে সিএনজিটি দ্রুত গতিতে তালতলার দিকে চালিয়ে যেতে বলেন। চালক অভিযুক্ত জাহাঙ্গীরের কথা মত গাড়িটি চালিয়ে যান।


এসময় ওই গার্মেন্টসকর্মীর মুখে সাদা রংয়ের কসটেপ লাগিয়ে বিভিন্ন স্থানে ঘুরায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালতলা এলাকায় হালিম মিয়ার ঘরে নিয়ে তাকে আটকে রাখে। এসময় হালিম মিয়া বাড়িতে ছিলেন না। পরে ব্রাহ্মবাওগাঁ গ্রামের মুজিবুর রহমানের ছেলে আবু সাইদ, রেহাজ উদ্দিনের ছেলে ইমরান, নবি হোসেনের ছেলে রনি, আবু সিদ্দিকের ছেলে আবুল হোসেন, ভট্টু মিয়ার ছেলে মাসুদ, আমির হোসেনের ছেলে আরিফ ও সামসুল হকের ছেলে জাহাঙ্গীর ওই গার্মেন্টসকর্মীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন। রাত সাড়ে ৩টার দিকে হালিম মিয়া বাড়িতে এসে এ ঘটনা দেখে পুলিশে খবর দেয়।


তালতলা ফাঁড়ির ইনচার্জ মো. আহসানউল্লাহ বলেন, ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। দু’জন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com