
বান্দরবানের লামায় একটি দেশীয় বন্দুক ও ধারালো ছুরিসহ আবুল হোসেন (৩২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
সোমবার (৭ অক্টোবর) সকালে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা লুলাইং বাংলা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আবুল হোসেন ওই এলাকার আবদুল হামিদের ছেলে। তারা মিয়ানমার থেকে পালিয়ে এসে দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল সোমবার সকাল ৬টার দিকে লুলাইং বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দেশীয় কাটা বন্দুক ও একটি ধারালো ছুরিসহ আবুল হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
লামা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, আটক ব্যক্তিকে এখনো থানায় আনা হয়নি। থানায় আনলে বিস্তারিত বলা যাবে।
বিবার্তা/এরশাদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]