শিরোনাম
সোনামসজিদ দিয়ে এসেছে ৪৫ ট্রাক পেঁয়াজ, অপেক্ষায় ১৫৫
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৯, ১৫:৫০
সোনামসজিদ দিয়ে এসেছে ৪৫ ট্রাক পেঁয়াজ, অপেক্ষায় ১৫৫
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের রফতানি নিষেধাজ্ঞার আগে করা এলসির আওতায় কেনা পেঁয়াজ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আসা শুরু হয়েছে। এগুলো ভারতের মহদিপুর স্থলবন্দরে আটকে ছিল।


শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে ভারতীয় পেঁয়াজের ট্রাক আসা শুরু হয়।


সোনামসজিদ বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্তে আটকে থাকা আগের এলসির পেঁয়াজ ভারত সরকার অবশেষে রফতানির অনুমতি দেয়ায় সেগুলো সোনামসজিদ স্থলবন্দরে আসা শুরু হয়েছে।


শুক্রবার দুপুর ১২টার থেকে বিকাল ৩টা পর্যন্ত ৫৫টি ভারতীয় ট্রাক পেঁয়াজ নিয়ে বন্দরে প্রবেশ করে। ২০০ ট্রাক আসবে বলে ভারতীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।


সীমান্তের ওপারে ভারতের মহদিপুর স্থলবন্দরে দুর্গাপূজার সরকারি ছুটি থাকলেও বিশেষ ব্যবস্থায় পাঠানো হচ্ছে পেঁয়াজ।


মোস্তাফিজুর রহমান আরো জানান, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করার পরপরই মহদিপুর স্থলবন্দরে কয়েক’শ ট্রাক আটকা পড়ে। এতে পেঁয়াজে পচন ধরা শুরু হয়েছিল।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com